টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হলো আইন বিভাগের এক ছাত্রকে। ধৃত ওই ছাত্রের নাম অরুণ যাদব। সে গোরখপুর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তাকে সাময়িক সাসপেন্ডও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।