HighlightNewsদেশ

বিএসএফের বিশেষ ক্ষমতা প্রদানের নির্দেশিকার নিন্দা ও তা প্রত্যাহারের দাবি পাঞ্জাব সরকারের

টিডিএন বাংলা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশিকা জারি করে বিএসএফকে বিশেষ ক্ষমতা প্রদান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকার একে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো পরিপন্থী বলে মন্তব্য করেছে।অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি এর বিরোধিতা করে বলেন, “কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ফেডারেল কাঠামোর ওপর সরাসরি আক্রমণ। বিএসএফকে ৫০ কিলোমিটার পর্যন্ত পদক্ষেপ গ্রহণের অধিকার দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করছি এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিন।” পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রন্ধাওয়া বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমি বুঝতে পারছি না সরকারের মনে কী  রয়েছে। এটা আমাদের অধিকারের ওপর আক্রমণ।’ পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং অবশ্য ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “আমাদের সেনারা কাশ্মীরে শহীদ হচ্ছে। আমরা দেখছি পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা পাঞ্জাবে অস্ত্র ও মাদক পাঠাচ্ছে। এমন পরিস্থিতিতে বিএসএফের উপস্থিতি এবং ক্ষমতা বৃদ্ধি আমাদের শক্তিশালী করবে।”

Related Articles

Back to top button
error: