HighlightNewsদেশ

বিএসএফকে বিশেষ ক্ষমতা প্রদান ঘুরপথে রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ বললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ

টিডিএন বাংলা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক নির্দেশিকার মাধ্যমে বিএসএফকে বিশেষ ক্ষমতা প্রদান করলেন। এখন থেকে বিএসএফ অসম, বাংলা ও পাঞ্জাবে তল্লাশি অভিযান পরিচালনা করতে পারবে। এমনকি প্রয়োজনে বাজেয়াপ্তকরণ এর ক্ষমতাও দেওয়া হলো তাদের। এরই মধ্যে এই নির্দেশিকা ঘিরে সমালোচনা শুরু হয়েছে। পাঞ্জাব সরকার কঠোর ভাবে এই বিশেষ ক্ষমতার নিন্দা জানিয়েছে এবং এই নির্দেশিকা অপসারণের দাবি জানিয়েছে। এবার সেই সুরে সুর মিলিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ট‍্যুইট বার্তায় বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে ভাবে বিএসএফ-এর কর্মক্ষেত্র সীমান্ত থেকে ১৫ কিমির বদলে বাড়িয়ে ৫০ কিমি করল, তা প্রতিবাদযোগ্য। এটা রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে নাক গলানো। তৃণমূল কংগ্রেস বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। যথাযথ ভাবে বক্তব্য জানানো হবে।”

Related Articles

Back to top button
error: