HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, মেধাতালিকায় কত জন মুসলিম পরীক্ষার্থী? দেখুন এক নজরে

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষার ৫৭ দিন পর আজ বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। নিয়ম মেনে প্রতিবারের ন্যায় মেধাতালিকাও প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই মেধাতালিকায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের কত জন পরীক্ষার্থী স্থান করে নিয়েছেন সেই আগ্রহটা বরাবরই থাকে? তাই আপনাদের সামনে তুলে ধরা হল মুসলিম সম্প্রদায় থেকে মেধাতালিকায় স্থান পাওয়া পরীক্ষার্থীদের তালিকা। দেখুন এক নজরে-

২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে যৌথ ভাবে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছেন বাঁকুড়া জেলার চান্দমারিডাঙ্গা বাসিন্দা সুসামা খান ও উত্তর দিনাজপুর জেলার নিজামপুরের বাসিন্দা আবু সামা। তাদের উভয়েরই প্রাপ্ত নম্বর হল ৪৯৫। এরপর তৃতীয়, চতূর্থ ও পঞ্চম স্থানে নেই কোনো মুসলিম সম্প্রদায়ের পরীক্ষার্থী। অতঃপর ৯৮.২ শতাংশ নম্বর পেয়ে ষষ্ট স্থানে আছেন আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ির বাসিন্দা সাহেলি আহমেদ। তার প্রাপ্ত নম্বর হল ৪৯১। এরপর সপ্তম স্থানেও কোনো মুসলিম স্থান করে নিতে পারেনি। অতঃপর ৯৭.৮ শতাংশ নম্বর পেয়ে যৌথ ভাবে অষ্টম স্থান অধিকার করে নিয়েছেন পূর্ব মেদিনীপুরের কোতোয়ালি থানার হাবিবপুরের বাসিন্দা সৈয়দ সাকলাইন কাবির ও সিলিগুড়ি জেলার আশরাফনগরের বাসিন্দা সিরিন আলোম। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর হল ৪৮৯। এরপর মেধাতালিকায় যৌথ ভাবে নবম হয়েছেন ৯৭.৬ শতাংশ নম্বর পাওয়া কুচবিহার জেলার খাত্তিমারির ঢালোগুড়ি গ্রামের বাসিন্দা আমজাদ হোসাইন ও মালদা জেলার মঙ্গলবাড়ির বাসিন্দা সায়ন শাহ। এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর হল ৪৮৮। ৯৭.৪ শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকার সর্ব শেষ স্তর দশম স্থান অধিকার করেছেন ৩ জন পরীক্ষার্থী। এরা হলেন, পূর্ব মেদিনীপুর জেলার ডেরা কালিন্দী বাসিন্দা সেখ সাইফ উদ্দিন আহমেদ, নদীয়া জেলার পলাশিপাড়া থানার হাসপুকুরিয়ার বাসিন্দা আনজুমা দিলরুবা ও বাঁকুড়া জেলার হরমাশ্রার বাসিন্দা সেখ আব্দুল রাজ্জাক। এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর হল ৪৮৭।

Related Articles

Back to top button
error: