HighlightNewsদেশ

কেন্দ্র সরকার ও কৃষক সংগঠনগুলির মধ্যে সপ্তম দফার বৈঠকেও সমাধান সূত্র অধরা; ৪ জানুয়ারি ফের হবে বৈঠক

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকার ও কৃষক সংগঠনগুলির মধ্যে সপ্তম দফার বৈঠকেও সমাধান সূত্র অধরা। আগামী বৈঠক হবে ৪ জানুয়ারি। আজ বিজ্ঞানভবনে কেন্দ্র সরকার এবং কৃষক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পাঁচ ঘণ্টা ধরে বৈঠক চলে। এদিনের বৈঠকের সরকার কৃষকদের সঙ্গে দুটি বিষয়ে একমত হয়েছে বলে জানা গেছে।

এদিনের বৈঠকের পর কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, পরিবেশ সম্পর্কিত বিলে এবং বিদ্যুৎ আইন নিয়ে কৃষকদের সঙ্গে একমত হয়েছে কেন্দ্র সরকার। তিনি আরো বলেন আন্দোলনরত কৃষকদের আইন প্রত্যাহারের দাবির বিষয়ে সরকার কৃষকদের বোঝানোর চেষ্টা করেছে। ন্যূনতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি আগের মতনই বজায় থাকবে এবং এ বিষয়ে শুধু মৌখিকভাবে নয় লিখিতভাবেও আশ্বাস দিতে প্রস্তুত সরকার।

পাশাপাশি দিল্লির করা ঠান্ডার কথা মাথায় রেখে আন্দোলনরত কৃষকদের কাছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার অনুরোধ করেছেন যাতে মহিলা, শিশু এবং বয়স্কদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কৃষিমন্ত্রী জানিয়েছেন,”আগামী বৈঠক ৪ জানুয়ারি হবে। এদিনের বৈঠক যথেষ্ট ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।”

এদিনের বৈঠকের পর কৃষক নেতা কলবন্ত সিংহ জানিয়েছেন আজকের বৈঠকে মূলত বিদ্যুৎ এবং খড়ের বিষয়ে আলোচনা হয়েছে। আগামি বৈঠকে এম এস পির গ্যারান্টি এবং তিনটি আইনের ওপর গুরুত্ব আরোপ করা হবে।

এদিনের বৈঠকে কৃষক সংগঠনের বিরোধীদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেল, বাণিজ্য এবং খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও বাণিজ্য রাজ্য মন্ত্রী সোমপ্রকাশ। এদিন দুপুর দুটোর সময় বিজ্ঞান ভবনে ৪১ টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু হয়। প্রায় পাঁচ ঘন্টা ধরে এই বৈঠক চলে।

 

Related Articles

Back to top button
error: