টিডিএন বাংলা ডেস্ক: কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে এবার ‘সিভিক’দের জন্য নতুন নির্দেশিকা জারি করলেন রাজ্য পুলিশের ডিরেক্টরেট। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছে। এই ধরনের একটি মামলায় সম্প্রতি কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য পুলিশের আইজিকে নির্দেশ দেন আগামী ২৯ মার্চের মধ্যে সিভিক ভলান্টিয়ারদের কাজ নির্দিষ্ট করে একটি নির্দেশিকা তৈরি করে হাই কোর্টে জমা দিতে হবে। সেই মত রাজ্য পুলিশের ডিরেক্টরেট আজ সিভিক ভলান্টিয়ারদের জন্য একটি নতুন নির্দেশিকা জারি করলেন।
এই নতুন নির্দেশিকাতে বলা হয়েছে এবার থেকে সিভিক ভলান্টিয়াররা কোনও আইন প্রয়োগ করতে পারবেন না। তাঁরা কেবল ট্রাফিক নিয়ন্ত্রণ, পুজো, উৎসবের সময় ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্য করতে পারবেন।