Highlightদেশ

হঠাৎ পদত্যাগ রাজ্যপালের! মোদি সরকারের নির্দেশেই সিদ্ধান্ত?

টিডিএন বাংলা ডেস্ক : আর মাত্র কয়েক মাস বাদেই উত্তরাখণ্ডের বিধানসভা ভোট। তার আগেই মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে রাজ্যপালের পদে ইস্তফা দিলেন বেবি রানি মৌর্য। যদিও তাঁর রাজ্যপাল পদের মেয়াদ সম্পূর্ণ হতে এখনও ২ বছর বাকি ছিল।তবে কেন্দ্রের নির্দেশেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত কীনা, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

বুধবার দুপুরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। যদিও উত্তরাখণ্ডের রাজ্যপালের ইস্তফা গ্রহণ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি দেশের সাংবিধানিক প্রধান। আচমকাই কেন উত্তরাখণ্ডের রাজ্যপাল ইস্তফা দিলেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন তাঁর সচিব ব্রিজেশ কুমার সন্ত। তিনি বলেন, ‘রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠিয়ে দিয়েছেন’। একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল জানিয়েছে, কেন্দ্রের নির্দেশেই রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন বেবি রানি। কারণ উত্তরপ্রদেশে নির্বাচনে তাঁকে বিশেষ দায়িত্ব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উল্লেখ্য, রাজ্যপালের দায়িত্বভার গ্রহণের আগে বেবি রানি, সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত আগ্রার মেয়র ছিলেন। একসময় জাতীয় মহিলা কমিশনের বোর্ড সদস্য হয়েছিলেন। এই পদে কে স্থলাভিষিক্ত হবেন? সূত্রের খবর, নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে সে ব্যাপারে দিল্লিতে আলোচনা শুরু হয়েছে।

Related Articles

Back to top button
error: