টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গঠন করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২০ জুলাই এই বেঞ্চে মহারাষ্ট্রের ১৬ জন বিধায়কের অযোগ্যতার মামলার শুনানি হবে। এই বিশেষ বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি কৃষ্ণা মুরারি এবং বিচারপতি হিমা কোহলি। এর আগে, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি বি পারদিওয়ালার অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হয়।