HighlightNewsদেশ

হাতরাস গণধর্ষণ মামলায় উত্তরপ্রদেশ সরকারের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার হাতরাস গণধর্ষণ মামলায় উত্তরপ্রদেশ সরকারের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে, এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে হাতরাস গণধর্ষণ কাণ্ডের শিকারের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার এবং তাদের হাতরাসের বাইরে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিল।এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল উত্তরপ্রদেশ সরকার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি জেবি পাদ্রিওয়ালার একটি বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের ওই আবেদন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি বলেন, এই সুবিধাগুলি তাঁর পরিবারকে দেওয়া হচ্ছে, আমাদের এতে হস্তক্ষেপ করা উচিত নয়। রাজ্যেরও এ ধরনের বিষয় নিয়ে আসা উচিত নয়।

Related Articles

Back to top button
error: