ভারত বায়োটেকের কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হল দিল্লির এইমসে

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার দিল্লির এইমসে ভারত বায়োটেকের কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হল। কোভ্যাকসিনের প্রথম ডোজ এইমস নিউরোসায়েন্স সেন্টারের চিফ ডক্টর এম.ভি. পদ্ম শ্রীবাস্তব এবং আরও তিন জনকে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর সহযোগিতায় ভারত বায়োটেক এই ভ্যাকসিন তৈরি করেছে। আগামী কয়েকদিনে, এইমসে প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবীকে তৃতীয় পর্যায়ের পরীক্ষার এই ডোজ দেওয়া হবে। কোভাক্সিনের এই ডোজটি ১৮ বছর বা তার বেশি বয়সীদের প্রায় ২৮,৫০০ জনকে দেওয়া হবে। তৃতীয় চরণের এই করোনা টিকার পরীক্ষা ১০টি রাজ্যের ২৫টি জায়গায় চলবে। ইতিমধ্যেই কয়েকটি জায়গায় এই পরীক্ষা শুরু হয়েছে। ভারত বায়োটেক তৃতীয় পর্যায়ের ভ্যাকসিন পরীক্ষার জন্য ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই)-এর কাছ থেকে অনুমোদন পেয়েছে।