মিথ্যা লাভ জেহাদের অভিযোগ, প্রমান দেখাতে না পারায় বাধ্য হয়ে মুসলিম যুবকের বিরুদ্ধে মামলা তুললো ইউপি পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: মিথ্যা লাভ জেহাদের অভিযোগ। প্রমান দেখাতে না পারায় বাধ্য হয়ে মুসলিম যুবকের বিরুদ্ধে মামলা তুললো ইউপি পুলিশ। জানা গিয়েছে, সম্প্রতি বেশ কিছুদিন আগেই এক গৃহবধূকে ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগ নিয়ে আসা হয় হরিদ্বারের মুসলিম যুবক নাদিমের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মুজাফফর নগরের এক ব্যক্তি মামলাও দায়ের করেন।

বৃহস্পতিবার এলাহাবাদ হাই কোর্টে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে একটি হলফনামা জমা করা হয়। সেখানে স্পষ্টতই বলা হয়েছে, নাদিমের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। তার বিরুদ্ধে ধর্মান্তরিত করার কোনো প্রমাণ মেলেনি। ফলে এদিন পুলিশ নাদিমের নামে যে অভিযোগ দায়ের করেছিল তা প্রত্যাহার করে নেয়।