HighlightNewsদেশ

হ‍ুইল চেয়ারে রেস্তরাঁয় ‘ঢ‍ুকতে বাধা’ তর‍ুণীকে

টিডিএন বাংলা ডেস্ক : হ‍ুইল চেয়ারে রেস্তরাঁয় ঢোকা যাবে না। এতে রেস্তরাঁর বাকি অতিথিদের অস‍ুবিধা হবে। গ‍ুর‍ুগ্রামের রেস্তরাঁর ডেস্ক স্টাফের এই য‍ুক্তি শ‍ুনে বাড়ি ফিরতে বাধ্য হন তর‍ুণী। এরপরই ট‍ুইটারে নিজের ক্ষোভ উগড়ে দেন গ‍ুর‍ুগ্রামের বিশেষভাবে সক্ষম তর‍ুণী সৃষ্টি পান্ডে। ওই তর‍ুণীর কাছে অবশ্য ক্ষমা চেয়ে নেন জনপ্রিয় রেস্তরাঁ রাস্তার মালিকপক্ষ।

সৃষ্টি ট‍ুইটারে লেখেন, ‘’বন্ধ‍ু ও পরিবারের সঙ্গে অনেকদিন পর বেরিয়েছিলাম। আমরা ৪জন গিয়েছিলাম ‘রাস্তা’য়। বন্ধ‍ুর দাদা আমাদের জন্য টেবিল ব‍ুক করতে গিয়েছিলেন। ডেস্ক স্টাফরা প্রথম দ‍ুবার এড়িয়ে যান। বন্ধ‍ুর দাদা ফের টেবিলের কথা বলাতে ওঁরা বলেন, হ‍ুইলচেয়ার করে ভেতরে যাওয়া যাবে না।‘’

প্রথমে ব্যাপারটা ব‍ুঝতে পারেননি সৃষ্টিরা। ভেবেছিলেন, “হয়তো তাঁদের অস‍ুবিধা হবে, সেই জন্যই এমন কথা বলছেন কর্মীরা। সৃষ্টি লেখেন, আমরা বলেছিলাম, আপনি শ‍ুধ‍ু টেবিল ব‍ুক করে দিন। বাকিটা সামললে নেব। তখনই আমার দিকে ইঙ্গিত করে ওই কর্মী বলেন, হ‍ুইল চেয়ারে অ্যালাউ করলে বাকিরা বিরক্ত হবেন। কেন বিরক্ত হবেন? আমার অস্তিত্বটাই কি তাহলে অন্যর বিরক্তির কারণ? আমি কি তাই বলে আর কোথাও বেরোব না?”

Related Articles

Back to top button
error: