HighlightNewsদেশ

কংগ্রেসে কোন নেতৃত্বের সংকট নেই; সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর জন্য সম্পূর্ণ সমর্থন রয়েছে, “অন্ধ নয় এমন ব্যক্তির কাছে তা দৃশ্যমান”: সালমান খুরশিদ

টিডিএন বাংলা ডেস্ক: বিহার নির্বাচনের ফলাফলের পর কংগ্রেস নেতৃত্বের সংকট প্রশ্নে বেশকিছু শীর্ষস্থানীয় কংগ্রেস নেতার বিভিন্ন সংবাদমাধ্যমে দলীয় সমালোচনার বার্তা প্রকাশ্যে আসার পর, দলের সমর্থনে পাল্টা মন্তব্য করলেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ বরিষ্ঠ কংগ্রেস নেতা সালমান খুরশিদ। রবিবার কংগ্রেসের এই বড়িষ্ঠ নেতা বলেন, কংগ্রেসের কোন নেতৃত্বের সংকট নেই। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর জন্য সর্বাত্মক সমর্থন রয়েছে, এই বিষয়টি “অন্ধ নয় এমন ব্যক্তির কাছে দৃশ্যমান”।

প্রসঙ্গত, কয়েক দিন আগে একটি টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি হতে ইচ্ছুক নয় জানানোর পর থেকে প্রায় দেড় বছর ধরে দল কোন সভাপতি ছাড়া রয়েছে। কিভাবে একটি দল কোন সভাপতি ছাড়া দেড় বছর ধরে কাজ করতে পারে? কংগ্রেসের কর্মীরা জানেন না তারা কোথায় যাবেন।

শুধু তাই নয়, গুজরাট এবং মধ্যপ্রদেশের নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দিতায় কংগ্রেসের খারাপ ফলাফলের প্রসঙ্গ উত্থাপন করে কপিল সিবাল বলেন,”আমরা গুজরাটি আটটি আসনেই হেরে গেছি। ৬৫ শতাংশ ভোট চলে গেছে বিজেপির খাতায় যদিও এই আসনগুলি খালি করেছিলেন কংগ্রেসের নেতারাই। মধ্যপ্রদেশে ২৮ টি আসনে খালি করেছিলেন কংগ্রেসের নেতারা কিন্তু কংগ্রেস শুধু মাত্র আটটি আসনে জয়লাভ করেছে।” তিনি আরো বলেন,”যেখানে বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা সেখানে আমরা একটি কার্যকরী বিকল্প নই। কোথাও নিশ্চয়ই ভুল রয়েছে। আমাদের এ সম্বন্ধে কিছু করা উচিত।”

ওই সাক্ষাৎকারে কপিল সিবাল আরো বলেন, তিনি জুলাই মাসে দলীয় সংসদীয় কমিটির বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন। এরপরে ২৩ জন কংগ্রেস নেতা দলের সভাপতির উদ্দেশ্যে আগস্ট মাসে একটি চিঠিও লেখেন, কিন্তু এ বিষয়ে দলের তরফ থেকে আর কোনো আলোচনা করা হয়নি। এমনকি তাঁদের সাথে এ বিষয়ে আর কোনো কথাও বলা হয়নি বলে মন্তব্য করেন কপিল সিবাল।

শুধুমাত্র কপিল সিবাল ইন অন আরো বেশকিছু শীর্ষস্থানীয় কংগ্রেস নেতার এহেন মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসার পর দলের সমর্থনে এগিয়ে এসেছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা সালমান খুরশিদ। তিনি বলেন, কংগ্রেসের মধ্যে নিজের মন্তব্য প্রকাশ করার জন্য বিবিধ মঞ্চ রয়েছে। তা সত্ত্বেও দলের বাইরে এখানে মন্তব্য করলে দলকে আহত করে। সর্ব ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সালমান খুরশিদ বলেন,”নেতৃত্ব আমার কথা শোনে, আমাকে সুযোগ দেয়া হয়েছে, তেমনি ওদেরকেও(যারা সংবাদ-মাধ্যমে দলের সমালোচনা করেছেন) সুযোগ দেওয়া হয়েছে, তাহলে এই প্রশ্ন কোথা থেকে আসছে যে শীর্ষ নেতৃত্ব কোনো মতামত শুনছেন না।”

 

Related Articles

Back to top button
error: