করোনা প্রতিরোধে মডার্না ভ্যাকসিনের একেকটির দাম ভারতীয় মূল্যে ১৮০০ থেকে ২৭০০ টাকা

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: গোটা দুনিয়ায় করোনা মহামারীতে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে পাঁচ কোটির বেশি মানুষ। যদিও এখনো পর্যন্ত করণায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪৬ লক্ষ মানুষ। www.worldometers.info/coronavirus -এ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত গোটা বিশ্বে করণায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩ লক্ষ্য ৮৬ হাজারের বেশি মানুষ। এই পরিস্থিতিতে প্রথমবার মডার্না ভ্যাকসিন কোম্পানি নিজেদের করোনা ভ্যাকসিনের মূল্য প্রকাশ করল। মডার্না ভ্যাকসিনের একেকটি দজ এর দাম ২৫ ডলার থেকে শুরু করে ৩৭ ডলারের মধ্যে হবে। অর্থাৎ ভারতীয় মূল্যে ওই ভ্যাকসিনের দাম হবে ১৮০০ থেকে শুরু করে ২৭০০ টাকার মধ্যে। তবে, ওই কোম্পানির চিফ এক্সিকিউটিভ স্টিফেন বেসেল জানিয়েছেন, চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে ভ্যাকসিনের অর্ডারের ভিত্তিতেই।