হিন্দু তোষণ,মুসলিম তোষণের কোনও প্রয়োজন নেই, সাংবিধানিক রাজনীতি হোক, চাইছেন অধ্যাপক আব্দুল মতিন
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: হিন্দু তোষণ বা মুসলিম তোষণ নয়,সাংবিধানিক রাজনীতি হোক। এমনটাই মন্তব্য করলেন যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল মতিন। ‘তোষণের রাজনীতি’ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে গণমাধ্যমকে তিনি জানান,”ওদিকে বলছে মুসলিম তোষণ,আর এদিকে চলছে হিন্দু তোষণ। তাই তোষণের কোনও প্রয়োজন, সাংবিধানিক রাজনীতি হোক।”
আব্দুল মতিন আরও বলছেন,”কাউকে তোষণ করতে হবেনা। হিন্দু তোষণ,মুসলিম তোষণের কোনও প্রয়োজন নেই। সংবিধান নিয়ে আলোচনা হোক। সম্মানের রাজনীতি হোক। সুবিচারের রাজনীতি হোক। সম অধিকারের রাজনীতি হোক।”
বাংলায় মুসলিম তোষণ,মুসলিম তোষণ করে চেঁচালেও আসলে সংখ্যালঘুদের তেমন উন্নয়ন হয়নি বলে অভিযোগ। আর এই উন্নয়ন না হওয়ার কারণ সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা। অনেকে বলেন, শুধু রাজনীতি করতেই মুসলিম উন্নয়ন নিয়ে রাজনীতি দলগুলো কথা বলে। আদতে তাদের মুসলিম উন্নয়ন করার মানসিকতা নেই। বামফ্রন্ট জামানার দীর্ঘ বঞ্চনার পর তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু সংখ্যালঘু মুসলিম উন্নয়ন কতটা হয়েছে? এই প্রশ্ন এখন ঘুরে ফিরে আসছে।