HighlightNewsরাজ্য

এবার বাংলাতেও চলল বুলডোজার, ভেঙে দেওয়া হল রেলের জমিতে থাকা বেসরকারি স্কুল

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের পর এবার বুলডোজার চলল বাংলাতেও। রেলের জমি দখল করে তার উপরে গড়ে উঠেছে দোকান-পাঠ থেকে শুরু করে বেসরকারি স্কুল! এবার রেলের জমিতে গড়ে ওঠা সেই বেসরকারি স্কুল ভেঙ্গে গুঁড়িয়ে দিল রেল প্রশাসন। রেলের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্যই গত মঙ্গলবার রাতে আসানসোল সিটি বাস স্ট্যান্ড লাগোয়া যোগী বাবা মোড়ে অবস্থিত বিবেকানন্দ স্কুল ভেঙে ফেলা হয়। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন আগে স্কুলে থাকা বেঞ্চ সহ সমস্ত আসবাব পত্র বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছিল রেল কর্তৃপক্ষ।

খবরে প্রকাশ, আসানসোল রেল ডিভিশন শুধুই ওই স্কুল নয় বরং যে সব জায়গায় রেলের জমি অবৈধ ভাবে দখল করা হয়েছে তাদের সকলকেই নোটিশ দিয়েছে অবিলম্বে ওই স্থান খালি করে দেওয়ার জন্য। এরপরই রেল প্রশাসন আরপিএফ এবং রাজ্য পুলিসকে সঙ্গে নিয়ে তারা ভেঙে গুঁড়িয়ে দেয় স্কুলটি। তবে বিজেপি শাসিত রাজ্যগুলির কায়দায় এই ভাবে বুলডোজার চালিয়ে স্কুল ভেঙে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অন্যান্য রাজ্যের মত এই রাজ্যেও কি তবে এবার থেকে দেখা যাবে বুলডোজার বিচার? সেই প্রশ্ন উঠতে শুরু করেছেন বিভিন্ন মহল থেকে।

Related Articles

Back to top button
error: