HighlightNewsদেশ

অক্সিজেনের অভাব পূরণ করতে এবার এগিয়ে এল বায়ুসেনা

টিডিএন বাংলা ডেস্ক: একদিকে যেমন বেড়েই চলেছে করোনার সংক্রমণ তেমনি পাল্লা দিয়ে বেড়ে চলেছে অক্সিজেনের অভাবজনিত সমস্যা। দেশের বিভিন্ন রাজ্যের একাধিক হাসপাতালে সৃষ্টি হয়েছে অক্সিজেনের হাহাকার। অক্সিজেনের অভাবে বেঘোরে প্রাণ হারাচ্ছেন আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীরা। এই পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহের সমস্যা মেটাতে এবার এগিয়ে এলো বায়ু সেনা। গতকাল রাত থেকে ভারতীয় বায়ুসেনার সি ১৭ এবং আইএল ৭৬ বিমান বিশালাকার অক্সিজেনের খালি ট্যাংকার গুলিকে ভর্তি করার জন্য যে সমস্ত জায়গায় চিকিৎসা কাজে ব্যবহারযোগ্য অক্সিজেন পাওয়া যায় সেই সমস্ত জায়গায় নিয়ে যাচ্ছে। ভারতীয় বায়ুসেনার তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই দুটি সি ১৭ দুটি খালি ট্যাংকার এবং আইএল ৭৬ বিমান একটি খালি ট্যাংকার বায়ুসেনা বেস হিন্ডন থেকে পশ্চিমবঙ্গের পানাগড়ে নিয়ে গেছে।বায়ুসেনার তরফ থেকে দাবি করা হয়েছে এ ধরনের আরো বেশ কয়েকটি অভিযান সারাদেশ জুড়ে করা হচ্ছে। এর ফলে অক্সিজেন সরবরাহের কাজে কম সময় লাগবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: