HighlightNewsদেশরাজ্য

এবার এ রাজ্যে চাকরি দুর্নীতির অভিযোগ উঠল বিজেপির দুই বিধায়ক ও কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে!

টিডিএন বাংলা ডেস্ক: এ রাজ্যে বেশ কিছু দিন থেকেই স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর সেই বিতর্কের মধ্যেই এবার এ রাজ্যের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে চাকরিতে দুর্নীতির অভিযোগ উঠল বঙ্গ বিজেপির দুই বিধায়ক ও কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে! অভিযোগ সেখানে কোনো পরীক্ষা ছাড়াই বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার কন্যা ও নদিয়ার চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূর চাকরি হয়েছে কল্যাণীর কেন্দ্রীয় চিকিৎসা প্রতিষ্ঠানে। আর নিয়োগ নিয়ে বিজেপির স্বজনপোষণের এই ঘটনা সামনে আসতেই সমালোচনা শুরু করেছে তৃণমূল। জানা গিয়েছে, চাকরি কেলেঙ্কারির বিষয়টি সামনে এনেছেন রাজ্য বিজেপির নেতা-কর্মীদের একাংশই। বিজেপির নদিয়া সাংগঠনিক জেলা কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে বলেন, “সাতদিন আগে চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ তাঁর পূত্রবধূকে কল্যাণীর এইমসে চাকরির নিয়োগে তদ্বির করেছিলেন। বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানাও মেয়ের চাকরির ব্যবস্থা করেছেন। এই নেতারা তাঁদের ব্যক্তিগত অ্যাজেন্ডা পূরণ করছেন পার্টি এবং তাঁদের পদকে ব্যবহার করে। অথচ বিজেপির সাধারণ কর্মী, যাঁরা লড়াই করছেন, তাঁরা বঞ্চিত হচ্ছেন দুর্নীতিপরায়ণ মনোভাবের জন্য।” এই নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তোলপাড় বঙ্গ বিজেপির অন্দরমহলে।

জানা গিয়েছে, কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর বা DEO পদে নিয়োগ পেয়ে চাকরি করছেন নীলাদ্রিশেখরের মেয়ে মৈত্রী দানা। মৈত্রী মাসিক ৩০ হাজার টাকা বেতন পান। এদিকে কল্যাণী এইমসের ডিরেক্টর রামজি সিং বলতেই পারছেন না, মৈত্রী দানার কীভাবে চাকরি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, এবার বিজেপি সিবিআই চাক। কেন দুই বিধায়ককে ও তাঁদের পুত্র-পুত্রবধূকে নিজাম প্যালেসে ডেকে জেরা করা হবে না? দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি দেখেছি। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানেও স্বজনপোষণ, দুর্নীতি, কেলেঙ্কারি চলছে! পরীক্ষার বালাই নেই। অভিযোগ উঠছে, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, তিনি নাকি এক নেত্রীর মাধ্যমে নিয়োগ করছেন। সেই ঘটনারও তো সমানভাবে তদন্ত করা উচিত। ডেটা এন্ট্রি অপারেটরের পদে পরীক্ষার বালাই নেই! এবার সিবিআই চাওয়া হোক। বিজেপি নেতার কন্যাকে জেরা করুক।”

Related Articles

Back to top button
error: