HighlightNewsরাজ্য

সিবিআই তদন্তের বিরুদ্ধে আবারও হাইকোর্টে পার্থ, এসএসসি ভবনে কেন্দ্রীয় বাহিনী মোতায়নকে চ্যালেঞ্জ রাজ্যের

টিডিএন বাংলা ডেস্ক: কলকাতা হাইকোর্ট এসএসসির দূর্নীতি মামলার তদন্তের ভার দিয়েছে সিবিআইকে। হাইকোর্টের নির্দেশেই বুধবার সিবিআই দপ্তরে হাজিরা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে সিবিআই তাঁকে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করা হয় উপদেষ্টা কমিটির ৫ সদস্যকেও। তবে আজ বৃহস্পতিবার সকালে আবারও সিবিআই তদন্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি তত্‍কালীন শিক্ষামন্ত্রীর বাড়ির আশপাশে সিআরপিএফ মোতায়েনের বিরোধিতা করেও মামলা হয়েছে ডিভিশন বেঞ্চে।

অন্যদিকে গতকাল মধ্যরাতে হাইকোর্টে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি-র দপ্তর আচার্য সদন নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী (সিআরপিএফ)। প্রচুর সংখ্যায় র‍্যাপ, বিধান নগর অফিসের হোমগার্ড সেখানে রয়েছেন। আচার্য সদনের প্রধান ফটকের দুদিক আটকে রাখা হয়েছে। সেখানে র‍্যাপ মোতায়েন করা হয়েছে। এসএসসি অফিস বিল্ডিং এর চার পাশে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। এমনকি প্রথমে ভেতরে থেকে কাউকে বাইরে বের হতে দেওয়া হয়নি। একই ভাবে বাইরে থেকেও কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি ভেতরে। এসএসসির সচিবকেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে অবশ্য এসএসসির চেয়ারম্যান, সচিব, যুগ্ম সচিব, অ্যাডভাইজার ও স্টেনোগ্রাফারকে ঢোকার অনুমতি দেওয়া হয়। তবে এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দারস্থ হল রাজ্য সরকার।

প্রসঙ্গত, গতকাল রাতেই এসএসসি’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সিদ্ধার্থ মজুমদার। তাঁর স্থানে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয় শুভ্র চক্রবর্তীকে। এই আইএএস অফিসার আবার রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের দায়িত্বে আছেন। কিন্তু এই নিয়োগের বিরুদ্ধেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে রাতেই দায়ের হয় মামলা। মামলাকারীদের অভিযোগ, এসএসসি’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তদন্তে সিবিআই-কে সাহায্য করায় রাজ্য সরকার তাঁকে পদত্যাগ করতে বাধ্য করেছে। সেই মামলার রায়ে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় অবিলম্বে এসএসসি’র কার্যালয় আচার্য সদনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন।

Related Articles

Back to top button
error: