HighlightNewsরাজ্য

হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এসএসসি ভবন, ভেতরে ঢুকতে দেওয়া হল না কর্তাদেরই!

টিডিএন বাংলা ডেস্ক: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গভীর রাতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এসএসসি অফিস দপ্তর আচার্য সদন। এসএসসির দপ্তরে কোনও কর্মী, অফিসার বা কোনও ব্যক্তির প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাই কোর্ট। সেই নির্দেশ মত আজ সকালে এসএসসির সচিবকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। যদিও পরে সেই নির্দেশে পরিবর্তন এনে এসএসসির চেয়ারম্যান, সচিব, যুগ্ম সচিব, অ্যাডভাইজার ও স্টেনোগ্রফারকে ঢোকার অনুমতি দেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। অবশ্য রাত দুটো বেজে ৫০ মিনিট পর্যন্ত এসএসসি ভবনে সিআরপিএফকে ঢুকতে দেওয়া হয়নি। ভিতরে থাকা পুলিশকে বেরতেও দেওয়া হয়নি। এরপর পাঁচিল টপকে সিআরপিএফ আচার্য ভবনে ঢোকে বলে খবর।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগে হওয়া ৭টি মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে গতকাল বুধবার এসএসসি-র দুর্নীতি সংক্রান্ত মামলায় হাজিরা দিতে সিবিআই দপ্তরে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্প-বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টেপাধ্যায়। এর পরেপরেই গতকাল পদত্যাগ করেছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তারপরই চেয়ারম্যান করা হয় আইএএস শুভ্র চক্রবর্তীকে। এসএসসির-র দপ্তরের এহেন রদবদলে চিন্তিত হয়ে পড়েন দুর্নীতির মামলাকারীরা। এই রদবদলের জেরে আচার্য ভবনে এসএসসির নথির সুরক্ষা সুনিশ্চিত করতে তাঁরা আদালতের দ্বারস্থ হন। সেই অভিযোগের ভিত্তিতে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যা এসএসসি ভবন চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন।

Related Articles

Back to top button
error: