Highlightরাজ্য

‘যারা ভারতে জন্মেছে তাঁরাই ভারতীয়’ মোদীর অস্ত্রেই মোদীকে খোঁচা মহুয়ার

টিডিএন বাংলা ডেস্ক : বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট শুরুর আর মাত্র একদিন বাকি । এরই আগে রাজ্য জুড়ে চলছে শাসক ও বিরোধী দল গুলির তুমুল প্রচার। পা ব্যান্ডেজ অবস্থাতেই নির্বাচনী জনসভায় ঝড় তুলছেন তৃণেমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যের প্রধান বিরোধী শক্তি অর্থাৎ বিজেপি তাদের ভোট প্রচারে কেন্দ্রীয় নেতৃত্বের রোজ আনাগোনা বাড়ছে রাজ্যে। তালিকায় রেয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি-সহ অন্যান্য নেতারা। বিজেপি যেমন তৃণমূল সরকারকে বিঁধতে ছাড়ছে না। তেমনই বহিরাগত প্রশ্নে মোদি বাহিনীকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই কটাক্ষের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনও ভারতীয়ই বহিরাগত নন।’

বিজেপি নেতারা দেশজুড়ে এনআরসি-র ভয় দেখিয়ে মানুষের মুখ বন্ধ করতে উদ্যত হয়। বুধবার কাঁথির জনসভায় প্রধানমন্ত্রীর বলা বক্তব্যকে হাতিয়ার করে পাল্টা দিলেন করলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। এক টুইট বার্তায় তিনি লেখেন, “আজ বাংলায় এসে প্রধানমন্ত্রী বলেছেন, কোনও ভারতীয়ই বহিরাগত নন, সকলেই ভারতমাতার সন্তান। বিষয়টা রেকর্ড হয়ে থাকল, স্যর। এখানে যাঁরা প্রজন্মের পর প্রজন্ম বাস করছেন, যাঁদের সন্তান এই মাটিতেই জন্ম নিয়েছে, তাঁদের যখন হয়রান করবেন, এই কথাটাই স্মরণ করিয়ে দেওয়া হবে আপনাকে’।

উল্লেখ্য, এনআরসি নিয়ে কেন্দ্রকে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে । নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছিল। এনআরসি, এনপিআর-এর প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করলেও তিনি যে টুইটটি করেছেন তাতে যে বিজেপি-কে এনআরসি নিয়ে বার্তা দিতে চেয়েছেন সেটা স্পষ্ট। আওয়াজ উঠেছিল, ‘আমরা সকলেই ভারতীয়। আমরা কাগজ দেখাব না। টুইটের বার্তার শেষ লাইনে তিনি বলেন, ‘কাগজ নেহি দিখায়েঙ্গে’।

Related Articles

Back to top button
error: