রাজ্য

মুর্শিদাবাদে বাম-কংগ্রেস-বিজেপি ছেড়ে সহস্রাধিক মানুষের তৃণমূল কংগ্রেসে যোগদান

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বাম কংগ্রেস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চার শতাধিক মানুষ। বুধবার সুতির প্রাক্তন বিধায়ক ঈমানী বিশ্বাসের উদ্যোগে সুতির জগতাই অঞ্চল-১ অঞ্চলে তারা তৃণমূলের পতাকা ধরেন। এদিন কংগ্রেসের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ ব্যবসায়ী দিলীপ জৈন ও অন্যান্যদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল নেতা সুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস, ব্লক সভাপতি লতিফুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানাজ বিবি, তৃণমূল নেতা ইউসুফ আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিকে এদিনই জননেত্রী জঙ্গিপুর বিধানসভার বংশবাটী অঞ্চলে বিজেপি ও কংগ্রেস ছেড়ে পাঁচ শতাধিক মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে পতাকা তুলে দেন মন্ত্রী জাকির হোসেন, রঘুনাথগঞ্জের বিধায়ক মোহাম্মদ আখরুজামান, জেলা পরিষদ সদস্য মন্টুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

অন্যদিকে মঙ্গলবার এসএফআই’য়ের জেলা সভাপতি জোসেফ হোসেন, সিটুর ফরাক্কা ব্লক সভাপতি অরুণাময় দাস, বাম জেলা কাউন্সিল ও এবিটিএ’র সভাপতি আব্দুস সালাম যোগ দিলেন তৃণমূলে। এদিন বহরমপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের তৃণমূলের পতাকা হাতে দিয়ে দলে স্বাগত জানান তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা সাগরদিঘীর বিধায়ক সুব্রত সাহা, মন্ত্রী জাকির হোসেন, জেলার কো-অর্ডিনেটর অরিত মজুমদার, অশোক দাস, সৌমিক হোসেন, রাজ্যের যুব-র সাধারণ সম্পাদক তথা সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Related Articles

Back to top button
error: