HighlightNewsদেশ

আজ দেশজুড়ে একদিনের অনশনে বসলেন কৃষকরা; দেশের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভেও বসবেন তাঁরা

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার কেন্দ্রের নয়াকৃষি আইন প্রত্যাহারের দাবিতে একদিনের অনশনে বসলেন কৃষকরা। গোটা দেশজুড়ে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে কৃষকদের এই অনশন কর্মসূচি। এর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভেও বসবেন তাঁরা। একের পর এক কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরেও কোন রকম সমাধানসূত্র না মেলার পর আন্দোলনের ঝাঁজ বাড়াতে রবিবারে কৃষক সংগঠনের সদস্যরা ঘোষণা করেছিলেন একদিনের অনশন কর্মসূচি করবেন তাঁরা। সেই অনুযায়ী আজ সকাল থেকেই অনশন কর্মসূচি শুরু করেছেন লাগাতার ১৯ দিন ধরে দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকরা। তাঁদের দাবি এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন দেশের অন্যান্য প্রান্তের কৃষক সংগঠনের সদস্যরাও।

এর পাশাপাশি দিল্লি-আগরা এবং দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। একদিকে যখন উত্তরাখণ্ডের কৃষকরা কেন্দ্রীয় কৃষি আইনের সমর্থন করে রবিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তখন অপর দিকে রাজস্থানের শাহজাহানপুর থেকে কয়েক হাজার কৃষক দিল্লির উদ্দেশ্যে ট্রাক্টর করে মিছিল করার ঘোষণা করেছিলেন। রবিবার রাত থেকেই রাজস্থান, হরিয়ানা থেকে আরও বিপুল সংখ্যায় কৃষকরা দিল্লি সীমানার বিভিন্ন প্রবেশপথে অনশন ও ধর্নায় যোগ দিতে এসে পৌঁছেছেন।

এই পরিস্থিতিতে কৃষক আন্দোলনকে সমর্থন করে আজ অনশনে বসার কথা ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, নিজের দলের সদস্যদের পাশাপাশি আমজনতাকেও কৃষকদের এই আন্দোলনে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিরোধীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও তিনটি কৃষি বিল পাস করায় কেন্দ্র। পরে রাস্ট্রপতির সইতে তা আইনেও পরিণত হয়। এদিকে কেন্দ্রের এই নয়াকৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে গেছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও বৈঠকে বসে এই আইন কৃষকদের স্বার্থে তা কৃষকদের বোঝাতে ব্যর্থ হয়েছেন। কৃষক সংগঠনগুলির দাবি এই আইনে তারা অত্যধিক ভাবে কর্পোরেট হাউস গুলির উপর নির্ভরশীল হয়ে পড়বেন। কৃষক আন্দোলনের পাশাপাশি এই আইন প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছে।

 

Related Articles

Back to top button
error: