HighlightNewsরাজ্য

আজই বৃষ্টির বিদায়, হেমন্তের পরশ রাজ্যজুড়ে

টিডিএন বাংলা ডেস্ক : বৃষ্টির বিদায় ঘণ্টা অবশেষে বাজল। আজকের পর দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ পুরোপুরি বিদায় নেবে। বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সকাল থেকে রোদ ঝলমল দিন। আর বিকেল হতেই মুখভার আকাশের। কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। তার কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি। তবে সব জায়গায় নয়। মহানগরীর বেশ খানিকটা এলাকা শুকনো থাকলেও বৃষ্টি যে কম হয়েছে, তেমনটা বলা যাবে না। আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরের দিক থেকে আসা দক্ষিণ-পূর্ব বাতাসের দৌলতে কিছুতেই বৃষ্টি বিদায় নেওয়ার নামগন্ধ করছিল না। সমুদ্র থেকে আসা এই বাতাসের জন্য এখনও কিছুটা জলীয়বাষ্প থেকে গিয়েছে দক্ষিণবঙ্গে। সেইজন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কালো মেঘে ঢেকে যায়। আলিপুর আবহাওয়া অফিসের হিসেব বলছে, সোমবার বিকেল তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত শহরে প্রায় সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কালকের মত আজও বিকেলের দিকে আবহাওয়া তেমন থাকবে। অর্থাৎ বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের পর দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ পাকাপাকিভাবে বিদায় নেবে। শহরে ঢুকবে হেমন্তের আবহাওয়া। এই সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: