নিয়োগের দাবীতে মাদ্রাসা বোর্ডের চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভের আজ তৃতীয় দিন

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: এসএসসি, প্রাথমিক টেট-এর পর মাদ্রাসা সার্ভিস কমিশন(এমএসসি)-এও নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। মাদ্রাসা বোর্ডের অধিনস্ত মাদ্রাসাগুলিতে প্রায় ১০ হাজার পদশূন্য থাকা সত্ত্বেও রিক্রুটমেন্ট না করার ও যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে বিকাশ ভবনের পাশে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন মাদ্রাসার চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবীতে শুরু হওয়া এই অবস্থান বিক্ষোভের আজ তৃতীয় দিন। আপাতত তারা ১৪ দিন এই অবস্থান বিক্ষোভ করার অনুমতি নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছে। তবে তাদের দাবি না মানা হলে তারা অনির্দিষ্ট কাল পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য যে, ২০১৪ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন(এমএসসি) যে নিয়োগ করে সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। তাদের আরও অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে মাদ্রাসাগুলিতে শূন্যপদ কম করে দেখানো হচ্ছে। এই ভাবে ধীরে ধীরে মাদ্রাসাগুলিকে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলেও সন্দেহ পোষন করেছেন তারা।