রাজ্য

আজ সপ্তম দফার ৫ জেলার ৩৪টি আসনে ভোট

টিডিএন বাংলা ডেস্ক : আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে ভোট। এই চার জেলার মধ্যে রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতার। নদিয়া জেলার ৯টি আসনে, উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে, পূর্ব বর্ধমান জেলার ৮টি আসনে ও উত্তর দিনাজপুর জেলার সব আসনে নির্বাচন হবে। এর মধ্যে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে করোনায় প্রার্থী মারা যাওয়ার কারণে এই দুই আসনের ভোট পিছিয়ে গিয়েছে। আগামী ১৬ মে এই দুই আসনে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এক নজরে কোন কোন আসনে ভোট :

কলকাতা : কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ

দক্ষিণ দিনাজপুর : কুশমণ্ডি (তফঃ), কুমারগঞ্জ, বালুরঘাট, তপন (তফঃ), হরিরামপুর, গঙ্গারামপুর (তফঃ)

পশ্চিম বর্ধমান: বরাবনি, কুলটি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুড়িয়া, রানিগঞ্জ, দুর্গাপুর পশ্চিম, দুর্গাপুর পূর্ব, পাণ্ডবেশ্বর

মালদহ: হবিবপুর (তফঃ), গাজোল (তফঃ), চাঁচোল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া

মুর্শিদাবাদ : ফরাক্কা, সুতি, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম (তফঃ), রঘুনাথগঞ্জ.

Related Articles

Back to top button
error: