HighlightNewsদেশ

আজ জ্ঞানবাপী মসজিদ মামলার রায়দান, সতর্কতা স্বরূপ ১৪৪ ধারা জারি বারাণসী আদালতে

টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ প্রায় ১ বছর পর আজ সোমবার জ্ঞানবাপী মসজিদ মামলার রায় প্রদান করবে বারাণসী জেলা এবং দায়রা আদালত। এই মামলায় কি রায় দেন বিচারপতিরা, রায় কাদের পক্ষে যায় তা নিয়ে উৎসাহ-উৎকন্ঠা কাজ করছে সারা দেশে। রায়দানের পর অশান্তির আশঙ্কায় পূর্ব থেকেই চূড়ান্ত সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নিরাপত্তা নিশ্চিত করতে বারাণসী আদালত ও তৎসংলগ্ন একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বারানসীতে দীর্ঘ কয়েক যুগ ধরে পাশাপাশি গা ঘেঁষা ঘেঁষি করে দাঁড়িয়ে আছে জ্ঞানবাপী মসজিদ ও কাশী বিশ্বনাথ মন্দির। কিন্তু ২০২১ সালে হঠাৎ কিছু ব্যক্তি জ্ঞানবাপী মসজিদকে হিন্দু মন্দির দাবি করে মসজিদের অভ্যন্তরে পুজো করতে দেওয়ার দাবি তোলে। যা নিয়ে শুরু হয় হিন্দু ও মুসলিম ২ সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব। এরপর মসজিদের অভ্যন্তরে পুজো করার অধিকার চেয়ে ২০২১ সালের অগস্ট মাসে ৫ জন হিন্দু মহিলা মামলা করেন আদালতে। সেই মামলার রায় দেওয়া হবে আজ সোমবার।

Related Articles

Back to top button
error: