টিডিএন বাংলা ডেস্ক : যুবককে চাকায় পিষে মারল রাষ্ট্রপতির কনভয়ে থাকা পুলিশের গাড়ি। অসমের গোলাঘাট জেলার এই ঘটনায় শোরগোল। শুধু থেঁতলে দেওয়াই নয়। এলাকা ছেড়েই পালাল ওই গাড়ি।
৩৭ নম্বর জাতীয় সড়কের এই ঘটনা শনিবার সকালের। মৃত যুবক বোকাঘাটেক মিলানপুরের বাসিন্দা। নাম রামেশ্বর রবিদাস। স্থানীয় টিভি চ্যানেলে দেখা গিয়েছে, রক্তে ভেজা রাস্তায় পড়ে আছেন। তাঁকে বাঁচাতে ছুটে এসেছেন এলাকার বাসিন্দারা। গুরুতর জখম ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালেও শেষ রক্ষা হয়নি।
যে গাড়িটা ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে গেল, সেটি পুলিসের গাড়ি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কনভয়ের থাকা পুলিসের গাড়িই এই কাণ্ড ঘটায়। তেজপুর বিশ্ববিদ্যালয়ের ১৯তম সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতি অসমে যান। বোকাঘাট হেলিপ্যাড থেকে গাড়িতে তিনি কাজিরাঙার উদ্দেশে রওনা দেন। সেই যাত্রাপথেই কনভয়ের গাড়ি ধাক্কা দেয় যুবককে। জানা গিয়েছে, ওই গাড়িতে ছিলেন গোলাঘাটের পুলিস সুপার সুমীত শর্মা। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বোকাঘাটে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অতুল বোরা। তিনিও কনভয়ে ছিলেন। দুর্ঘটনার ঘটনাটি তিনি নিশ্চিত করেছেন।