মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য নিয়ে দিলীপ ঘোষের শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধি দল

টিডিএন বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার আবেদন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পৌঁছায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। তাদের দাবি মুখ্যমন্ত্রীর মানহানি করা হয়েছে তাই অবিলম্বে দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজভবন গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলের আট সদস্যের একটি প্রতিনিধিদল। সেই প্রতিনিধিদলে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ সাজদা আহমেদ, তৃণমূলের উপ-মুখ্য সচেতক তাপস রায়, নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও দক্ষিণ কলকাতার সংসদ সদস্য মালা রায়। রাজ্যপালের সঙ্গে দীর্ঘ প্রায় ১ ঘণ্টার বৈঠকের পর রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যে ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করেছেন, তা নিয়ে আমরা রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলাম। তিনি এ রাজ্যের সাংবিধানিক প্রধান, তাই তাঁর কাছে আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন জানিয়েছি।”

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজ্যপালের আচরণ দেখে অনেকেই তাঁকে রাজ্য বিজেপির চিফ পেট্রোন বলে মনে করেন। কিন্তু, এখন রাজ্যপালকে প্রমাণ করতে হবে যে, তিনি সবার রাজ্যপাল। কথায় কথায় তিনি টুইট করেন। কিন্তু এ প্রসঙ্গে এখনও তাঁর অবস্থান তিনি স্পষ্ট করেননি। তবে আমরা আশা করব তিনি অবশ্যই এ বিষয়ে কোনও না কোনও ব্যবস্থা নেবেন।”