রাজ্য

দলবদলুদের নিয়ে মাথা ঘামাচ্ছে না তৃণমূল: পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: যারা দল ছেড়ে যাচ্ছেন তাদের নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। ঘাস মাড়িয়ে চলে গেলে ঘাসই তার জবাব দেবে। বঞ্চনার বিরুদ্ধে যারা লড়াই করতে চান তারা সকলেই সঙ্গে আছেন। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাবে এমনটাই জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বাংলার সংস্কৃতি ও গরিমাকে বিজেপি ভাঙতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। পার্থবাবু বলেন, যে সাম্প্রদায়িক শক্তি বাংলার সংস্কৃতি ও গরিমাকে ভাঙতে চাইছে আমরা সমবেতভাবে তা রক্ষা করার সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং যাবো।
এদিন পার্থ চট্টোপাধ্যায় এর হাত থেকে জোড়া ফুলের পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগ দেন উত্তরবঙ্গের চা শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা অলক চক্রবর্তী এবং প্রাক্তন জেলা সভাধিপতি তথা আদিবাসী নেত্রী জ্যোতি তিরকে। নতুন দলে যোগ দিয়ে অলকবাবু বলেন যারা দল ছেড়ে বাইরে যাচ্ছেন ছ’মাসের মধ্যে তাদের ঘরে ফিরতেই হবে।

Related Articles

Back to top button
error: