রাজ্য

তৃণমূলে যোগ দিলেন বীরভূমের বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি

কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: বীরভূম বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন। সংগঠনের যুব মোর্চার সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক দলের সঙ্গ ত্যাগ করলেন। বুধবার সিউড়ি-২ ব্লকের দলীয় সভায় তৃণমূল কংগ্রেসের হাত ধরলেন তারা। তৃণমূল নেতৃত্বের দাবি কয়েকশো কর্মী-সমর্থক নিয়ে তারা এদিন দলে শামিল হন। এছাড়াও এদিনের মহিলা কর্মী সম্মেলন থেকে সাঁইথিয়া জনসভার প্রার্থী হিসেবে বর্তমান বিধায়ক নীলাবতীর সাহার নাম ঘোষণা করলেন অনুব্রত মণ্ডল।
বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি অনিন্দ্য সিংহ এবং সম্পাদক কুন্তল ভট্টাচার্যের নেতৃত্বে এদিন প্রায় 400 জন কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সাঁইথিয়া বিধানসভা এলাকার সিউড়ি-২ ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাতে তাদের হাতে পতাকা তুলে দেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি সিউড়ি শহরে বিজেপির যুব কর্মীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট কে কেন্দ্র করে ব্যাপক মারধর ও পাল্টা মারধর হয়। এদিন তাদের মধ্যেই এক পক্ষ দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের হাত ধরল। এছাড়া অনুব্রত মণ্ডল এদিন সভা মঞ্চ থেকে সাঁইথিয়া বিধানসভার আগামী নির্বাচনের প্রার্থী হিসেবে বর্তমান বিধায়ক নিলাবতি সাহার নাম আগাম ঘোষণা করে দিলেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যারা বর্তমান বিধায়ক আছেন তাদের সকলকেই নির্বাচনের প্রার্থী পদ দেওয়া হবে। এদিন যোগ দেওয়ার পর বিজেপি ত্যাগী অনিন্দ্য সিংহ বলেন,” দলের বর্তমান জেলা সভাপতি ধ্রুব সাহা আমাদেরকে কোন গুরুত্ব দিচ্ছিল না সাংগঠনিকভাবে। আমরা বাধ্য হয়ে তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হলাম”।

Related Articles

Back to top button
error: