HighlightNewsদেশ

“ঘরের ছেলে ঘরে ফিরেছে” মুকুল রায়ের প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক: সব জল্পনা শেষ করে শেষ পর্যন্ত বিজেপি ছেড়ে পুরনো দল তৃণমূল এই ফিরে এলেন মুকুল রায়। দলের একসময়ের সেকেন্ড-ইন-কমান্ডকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘরের ছেলে ঘরে ফিরেছে, শান্তি পেয়েছে, মুকুল ওখানে অসুস্থ হয়ে পড়ছিল।”এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ মুকুল রায় কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানেই মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সুব্রত মুখোপাধ্যায় এর মত দলের শীর্ষস্থানীয় নেতারা।

এদিন বিজেপিতে প্রত্যাবর্তনের পর মুকুল রায় বলেন,”বিজেপিতে থাকতে না পেরেই ফিরে এসেছি। বিজেপি করব না বলেই পুরনো দলে ফিরেছি।” দল তৈরীর শরীক মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়কে এদিন উত্তরীয় পরিয়ে দলের স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মুকুল রায়ের প্রত্যাবর্তনের পরে বিন মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে আরো অনেক নেতারাই দলে ফিরে আসবেন। তবে,”যাঁরা নোংরামির সীমা ছাড়িয়েছে, তাঁদের নেওয়া হবে না দলে”, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related Articles

Back to top button
error: