রাজ্য

তৃণমূলের কড়া বার্তা সৌগত রায়কে, কোন বার্তা?

টিডিএন বাংলা ডেস্ক : দমদমের তৃণমূল সাংসদকে কড়া বার্তা দিল দল। প্রকাশ্যে অবাঞ্ছিত মন্তব্য না করতে সৌগত রায়কে পরামর্শ তৃণমূল নেতৃত্বের।

বিধানসভা নির্বাচনে আইপ্যাকের ভূমিকা, তৃণমূলের সংগঠনে এক ব্যক্তি এক পদ নীতির প্রণয়ন এবং রাজনীতিবিদদের সক্রিয় রাজনীতিতে থাকার বয়স নিয়ে কয়েকদিন আগে সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন সৌগত। তার সেই বক্তব্যের পর দলের অন্দরে প্রতিক্রিয়া শুরু হয়। এরপরই সৌগতকে কড়া বার্তা দিল তৃণমূল। দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় সৌগতর। তার মাধ্যমেই ওই বার্তা পৌঁছে দেওয়া হয়।

গত কয়েকদিন থেকে কামারহাটির বিধায়ক মদন মিত্রর সঙ্গে সৌগতর তাল ঠোকাঠুকি চলছে। প্রকাশ্যে মদন মিত্র পুরভোটের কামারহাটির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সৌগতর বিরুদ্ধে। পাল্টা জবাব দিয়েছিলেন সৌগত। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেন, যেসব নোংরা জঘন্য কথা বলেছে, তার জবাব দিতে রুচিতে বাধে। কেউ গালাগাল দিয়ে, নোংরা কথা বলে আমাকে রাজনীতি থেকে সরাতে পারবেনা। তবে দমে যাওয়ার পাত্র মদন মিত্র নন। দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে মদন মিত্র বলেন, আমি ফ্রি থাকলে শেলি, কিটস, বায়রন, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র পড়ি। সৌগত রায়ের লেখা পড়ি না। এবার কামারহাটির বিধায়কের মন্তব্য নিয়ে তৃণমূল নেতৃত্ব কোনও পদক্ষেপ করেন কিনা, এখন সেটাই দেখার।

Related Articles

Back to top button
error: