HighlightNewsআন্তর্জাতিক

ট্রাম্পের ৮০ টি ব্যালট জ্বালিয়ে দেওয়া হয়েছে; টুইটারে ভিডিও শেয়ার করে দাবি এরিক ট্রাম্পের

টিডিএন বাংলা ডেস্ক: আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনার মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পের ৮০ টি ব্যালট পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ইতিমধ্যেই ভোট গণনার প্রক্রিয়ার মধ্যে কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে ডেমোক্রেটিক কংগ্রেসের প্রার্থী জো বিডেনের কাছে আছে ২৬৪ টি নির্বাচনী ভোট। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের কাছে আছে ২১৪ টি ইলেক্টোরাল ভোট। ম্যাজিক ফিগার ২৭০ ছুঁতে জো বিডেনের প্রয়োজন আর মাত্র ৬ টি ভোট। গত ২৪ ঘন্টা ধরে এই পরিসংখ্যানের কোনো পরিবর্তন হয়নি। তার কারণ এখনো পর্যন্ত পাঁচটি রাজ্যের ভোট গণনা চলছে।এই পরিস্থিতিতে এরিক ট্রাম্পের এহেন দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞগণ। তবে এই মুহূর্তে সবার নজর রয়েছে পেনসিলভেনিয়ার ভোট গণনার ওপর। ওই রাজ্যে প্রায় সমানে সমানে চলছে জো বিডেন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান। একদিকে ডেমোক্রেটিক কংগ্রেসের প্রার্থী জো বিডেন পেয়েছেন ৪৯.৩ শতাংশ ভোট এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯.৬ শতাংশ ভোট। অর্থাৎ ট্রাম্প পেয়েছেন মোট ৩২,৮৫,৯৬৫ টি ভোট এবং জো বিডেন পেয়েছেন মোট ৩২,৬৭,৯২৩ টি ভোট। পেনসিলভেনিয়ায় ২০ টি নির্বাচনে ভোট রয়েছে। যদি এই মুহূর্তে ট্রাম্প পেনসিলভেনিয়ায় জিতে যান তাহলে তার প্রাপ্ত ভোট হবে ২৩৪। অপরদিকে, ট্রাম্পকে টপকে জো বিডেন যদি পেনসিলভেনিয়ায় জিতে যান তাহলে তিনি আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউজের দখল নিতে পারবেন।

Related Articles

Back to top button
error: