HighlightNewsরাজ্য

বিচারপতিকে কেনার চেষ্টা! হলদিরাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ববি শরাফ ও আইনজীবী

টিডিএন বাংলা ডেস্ক : তাঁকে কেনার চেষ্টা এই অভিযোগে হলদিরাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ববি শরাফ। তাঁর এই ঘোষণার পরপরই ওই মামলার আইনজীবী হরিশ সালভেও এই মামলা থেকে সরে দাঁড়ান। হলদিরামের সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত আগরওয়াল ব্রাদার্সের একাধিক গুরুত্বপূর্ণ মামলা হাইকোর্টে ঝুলে রয়েছে। তেমনই একটি মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার বিচারপতি শেখর ববি শরাফ মামলার শুনানি চলাকালীন নিজেই অভিযোগ করেন যে তাঁকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ জানিয়ে তিনি এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। সাম্প্রতিক সময়ে প্রভাব খাটানোর অভিযোগে মামলা থেকে বিরাপতির সরে দাঁড়ানোর ঘটনা কলকাতা হাইকোর্টে বিরল। এদিন আদালতের মধ্যেই বিচারপতি শেখর ববি শরাফ এই ধরনের অভিযোগে স্তম্ভিত হয়ে যান সকলেই। এই প্রবণতা বিচারব্যবস্থার জন্য মারাত্মক বলে মত আইনজ্ঞদের অনেকের।

বিচারপতি শেখর ববি শরাফ এদিন অভিযোগ করে বলেন, ‘মাথায় রাখুন আমরা বিক্রির জন্য নই। এটা দুর্ভাগ্যজনক। আমার চেম্বারে এসেছিল। আমি স্তম্ভিত। আপনার দিকের হয়ে কেউ এসেছিল। এই ভাবে বিচারপতির চেম্বারে কেউ ঢুকে মামলা প্রভাবিত করার চেষ্টা করতে পারে, এটা ভেবেই আমি স্তম্ভিত। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, এখন আইনজীবীরা যে কেউ বিচারপতির চেম্বারে হেঁটে যেতে পারেন। কিন্তু তারপরে এমন ঘটনা! কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কেনা যায় না।’

Related Articles

Back to top button
error: