HighlightNewsদেশ

“দুটি বিষয়ে একমত হওয়া গেছে, এমএসপিকে আইনি মর্যাদা দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে”; কৃষকদের সঙ্গে বৈঠকের পর জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির তিনটি সীমান্তে লাগাতার ৩৫ দিন ধরে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন ৪১ টি কৃষক সংগঠনের কয়েক হাজার সদস্যরা। এই পরিস্থিতিতে বুধবার কেন্দ্র সরকারের সাথে সপ্তম দফার বৈঠকে বসে কৃষক সংগঠনের প্রতিনিধিরা। এদিন বিজ্ঞানভবনে দুপুর দুটো থেকে শুরু হয়ে প্রায় পাঁচ ঘন্টা ধরে বৈঠক চলে দুপক্ষের মধ্যে। এই বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, কৃষকদের সঙ্গে চারটির মধ্যে পরিবেশ সম্পর্কিত দুটি বিষয়ে একমত হওয়া গেছে। খড় এবং বিদ্যুৎ সম্পর্কিত বিল নিয়ে কৃষক সংগঠনের প্রতিনিধিদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং আগামী বৈঠক ৪ জানুয়ারি দুপুর দুটোর সময় আয়োজিত হবে।

এর পাশাপাশি এমএসপি প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, সরকার বারবার ন্যূনতম সমর্থন মূল্যবান এমএসপি জারি থাকার বিষয়ে আশ্বাস দিয়ে আসছে। আমরা এই বিষয়টি নিয়ে লিখিতভাবে আসাস দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু কৃষক সংগঠনগুলির সদস্যরা মনে করেন এমএসপিকে আইনি মর্যাদা দেওয়া উচিত। তাই আমরা এমএসপির আইনি বিষয়গুলি এবং অন্যান্য বিষয় নিয়ে ৪ জানুয়ারি দুপুর দুটোর সময় আলোচনা করব।

Related Articles

Back to top button
error: