HighlightNewsদেশ

সাংবাদিক জুবাইর, সমাজকর্মী তিস্তাদের গ্রেফতারীর নিন্দা জানিয়ে মুক্তির দাবি জানালো রাষ্ট্রসঙ্ঘ

টিডিএন বাংলা ডেস্ক: সঞ্জীব ভাট, শ্রীকুমার, জুবাইর, তিস্তাদের গ্রেফতারীর ঘটনায় প্রতিবাদে মুখোর গোটা দেশ। কেন্দ্র সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলের নেতারা। এবার সেই ঘটনায় নিন্দায় সরব হল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের তরফে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে বলেও খবর। এ প্রসঙ্গে সাংবাদিকের লেখা বা টুইটের কারণে তাঁকে গ্রেপ্তার করা উচিৎ নয় বলে মন্তব্য করেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। পাশাপাশি মানুষকে স্বাধীন ভাবে মত প্রকাশের সুযোগ দেওয়ারও অনুরোধ করেন তিনি।

রাষ্ট্রসংঘের তরফে এক বিবৃতিতে বলা হয়, “বিশ্বের যে কোনো জায়গায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানুষকে স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করার অনুমতি দেওয়া। সাংবাদিকদের স্বাধীনভাবে এবং কোনও হুমকি, হয়রানি ছাড়াই নিজেকে প্রকাশ করার অনুমতি দেওয়া। সাংবাদিকরা যা লেখেন, কি টুইট করেন এবং যা বলেন তার জন্য জেলে যাওয়া উচিত নয়। এবং এটি এই কক্ষ সহ বিশ্বের যে কোনও জায়গায় প্রযোজ্য।”

এছাড়া জাতিসংঘের মানবাধিকার সংস্থার তরফে এক টুইট বার্তায় বলা হয়, “ভারতে তিস্তা শিতলবাদ এবং দুজন প্রাক্তন পুলিশ অফিসারের গ্রেফতারের ঘটনায় আময়া উদ্বিগ্ন। এবং তাদের অবিলম্বে মুক্তির আবেদন জানাই। ২০০২ সালে গুজরাট হিংসায় আক্রান্তদের পক্ষে সরব হওয়ার জন্য তাদের নির্যাতন করা কখনই উচিত নয়।”

Related Articles

Back to top button
error: