HighlightNewsদেশ

কৃষক আন্দোলন নিয়ে জরুরী সভার আহ্বান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ট্রাক্টর মিছিল চলাকালীন লালকেল্লায় হওয়া ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে জরুরী সভার আহ্বান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন।

অপরদিকে, সংযুক্ত কিষান মোর্চার তরফ থেকে দিল্লিতে কৃষক আন্দোলন চলাকালীন হওয়া “সহিংসতার” ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, যারা হিংসাত্মক ঘটনা ঘটিয়েছেন, তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। সহিংসতাকারীদের থেকে আমরা নিজেদের আলাদা করছি। আমরা এই সহিংসতার তীব্র নিন্দা জানাই।

Related Articles

Back to top button
error: