HighlightNewsদেশ

করোনায় সংক্রমিত কেন্দ্রীয় স্বাস্থ্য রাজ্য মন্ত্রী অশ্বিনী চৌবে

টিডিএন বাংলা ডেস্ক: বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ রাজ্য মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি তার সঙ্গে যারা এসেছেন তাদেরকে আইসোলেশনে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।

নিজের স্বাস্থ্যের এই খবর জানিয়ে একই টুইট করে অশ্বিনী কুমার চৌবে লিখেছেন,”করোনার প্রাথমিক লক্ষণ দেখতে পাওয়ার পর আজ আমি পরীক্ষা করাই এবং আমার রিপোর্ট পজেটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে, ডাক্তারদের পরামর্শ হোম আইসোলেশনে থেকে সমস্ত বিধি-নিষেধ মেনে চলছি। আমার অনুরোধ যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে পরীক্ষা করিয়ে নিন।”

Related Articles

Back to top button
error: