টিডিএন বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে দেশে উদ্বেগজনকভাবে করোনা সংক্রমনের পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা। ভারতের আর্জি অনুযায়ী টিকা তৈরীর কাঁচামাল পাঠানোর আশ্বাস দিয়েছে বাইডেন প্রশাসন। সোমবারই প্রতিশ্রুতি অনুযায়ী ৩১৮টি অক্সিজেন কনসেনট্রেটর ভারতে পাঠাল আমেরিকা। রবিবার আমেরিকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই অক্সিজেন কনসেনট্রেটরগুলি নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয় বিমানগুলি। আজ, সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ওই বিমানগুলি। জানা গিয়েছে চাহিদা অনুযায়ী দেশজুড়ে সরবরাহ করা হবে ওই অক্সিজেন কনসেনট্রেটরগুলিকে।
ভারতের এই চরম গভীর সংকটে আমেরিকার পাশাপাশি সাহায্যের বার্তা দিয়েছে ব্রিটেনও। অক্সিজেন কনসেনট্রেটর, ভেন্টিলেটর-সহ বিভিন্ন জীবনদায়ী সরঞ্জাম পাঠানোর কথা জানিয়েছেন তাঁরা। কয়েকটি দফায় ওই যন্ত্রপাতি এবং অক্সিজেন কনসেনট্রেটর পাঠানো হবে ভারতে। যার মধ্যে প্রথম দফা আগামীকাল মঙ্গলবার ভোরবেলা দিল্লিতে পৌছবে বলে জানা গেছে। ৯টি বিশালাকার পাত্রে আগামী কয়েক সপ্তাহে ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ১২০টি স্বয়ংক্রিয় ভেন্টিলেটর এবং ২০টি মানবচালিত ভেন্টিলেটর ব্রিটেন থেকে আসার কথা ভারতে।
ব্রিটেন এবং আমেরিকা ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং জার্মানির পক্ষ থেকেও ভারতকে চিকিৎসা সরঞ্জাম এবং অক্সিজেন উৎপাদনকারী সরঞ্জাম পাঠানোর আশ্বাস বার্তা দেওয়া হয়েছে।