HighlightNewsরাজ্য

অবৈধ উচ্ছেদ অভিযান নিয়ে রেল পুলিশ ও বাসিন্দাদের সংঘাতে উত্তাল বালিগঞ্জ

টিডিএন বাংলা ডেস্ক: অবৈঘ ভাবে গড়ে তোলা ঘরবাড়ি ও দোকান পাটে দখল হয়ে গিয়েছে বালিগঞ্জ রেলের জমি। তাই সেই বেদখল হওয়া জমি উদ্ধার করতে এবার মাঠে নামলো রেল পুলিশ। তারা অবৈধ ঘরবাড়ি ও দোকান পাট ভেঙে ফেলতে শুরু করে। কিন্তু সেই উচ্ছেদ অভিযান নিয়ে রেল পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লো স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় উত্তাল বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকা।

প্রসঙ্গত, বালিগঞ্জ রেল কর্তৃপক্ষের দাবি সেখানে রেলের জমি জবরদখল করেছে অনেকেই। যদিও স্থানীয়রা সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন তাদের কাছে ওই সমস্ত জায়গার বৈধ কাগজপত্র আছে। তারা আরও দাবি করেছেন বিগত ৭০ বছর ধরে সেকানে তাঁদের বসবাস। ফলে রেলের এই উচ্ছেদ অভিযানে স্বভাবতই ক্ষুদ্ধ এলাকাবাসী। তাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত এই উচ্ছেন অভিযান স্থগিত করা হয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেখানে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

Related Articles

Back to top button
error: