ভিক্যাট-এর বিয়ের টেলিকাস্ট স্বত্ব বিক্রি হলো ৮০ কোটিতে!

ছবিঃ সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক : আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বলাবাহুল্য এ বছরের সবথেকে চর্চিত বিয়ের দিন। ৮০ কোটি টাকায় একটি আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্মকে বিয়ের টেলিকাস্ট স্বত্ব বিক্রি করলেন ভিক্যাট।

তারকা যুগলের বিয়ে উপলক্ষে সেজে উঠেছে রাজস্থান। সোজাত থেকে প্রায় কুড়ি কেজি অর্গানিক মেহেন্দি সরবরাহ করা হয়েছে। ক্যাটরিনাকে মেহেন্দি পড়িয়েছেন সেলিব্রিটি মেহেন্দি আর্টিস্ট বীণা নাগড়া। এর আগে তিনি দীপিকা পাড়ুকোন থেকে সোনম কাপুর সকলকেই মেহেন্দি পড়িয়েছেন। সূত্রের খবর, বুধবার ছিল হলদি অনুষ্ঠান। ভিকি পছন্দ করেন পাঞ্জাবি গান। ইতিমধ্যেই রাজস্থানে পৌঁছে গিয়েছেন গুরুদাস মান। শোনা যাচ্ছে লোকশিল্পী হরি আর সুখমনি গান গাইবেন তাদের বিয়েতে। এটাও শোনা যাচ্ছে আগামী বছর নতুন দম্পতি লন্ডনে পাড়ি দেবেন।

এদিকে ভিক্যাটের বিয়ে উপলক্ষে বিতর্কিত বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত টুইট করতে ভোলেননি। তিনি লেখেন, আগে ধনী পুরুষরা নিজেদের থেকে বয়সে ছোট মহিলাকে বিয়ে করতেন। কিন্তু এখন বলিউডের প্রথম সারির নায়িকারা সেই ছক ভেঙেছেন। সফল নায়িকারা নিজেদের থেকে বয়সে ছোট পুরুষদের বিয়ে করছেন। এইসব ছক ভাঙ্গানোকে সাধুবাদ জানাই।”