টিডিএন বাংলা ডেস্ক: বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপির বড়িষ্ঠ নেতা সুশীল মোদি আজ সকালে টুইট করে একটি অডিও ক্লিপ শেয়ার করে দাবি করেছেন কারাগারে বন্দি অবস্থাতেই লালু প্রসাদ যাদব এনডিএর বিধায়ককে মন্ত্রী পদের জন্য প্রলোভন দেখানোর চেষ্টা করছেন। সুশীল মোদির অভিযোগ আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব জেল থেকেই এনডিএতে ভাঙন ধরানোর চেষ্টা করছেন।
আজ সকালে একটি টুইট করে লালু প্রসাদ যাদবের এনডিএর এক বিধায়কের সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপ শেয়ার করে সুশীল মোদি লেখেন,” লালু যাদবের আসল চেহারা প্রকাশ্যে এসে গেছে। লালু প্রসাদ যাদব বিহার বিধানসভার স্পিকারের নিবাচনে এনডিএর বিধায়ককে মহাজোটের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করেছেন।”
लालू यादव ने दिखाई अपनी असलियत
लालू प्रसाद यादव द्वारा NDA के विधायक को बिहार विधान सभा अध्यक्ष के लिए होने वाले चुनाव में महागठबंधन के पक्ष में मतदान करने हेतु प्रलोभन देते हुए। pic.twitter.com/LS9968q7pl
— Sushil Kumar Modi (@SushilModi) November 25, 2020
ইতিমধ্যেই এই অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুশীল মোদির শেয়ার করা ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, লালু যাদব বিধায়ক ললন পাসোয়ানকে বলছেন,”হ্যাঁ পাসওয়ান জি অভিনন্দন … হ্যালো, হ্যাঁ স্যার আপনার চরণ স্পর্শ করে নমস্কার …. ভাল শোনো আমরা তোমাকে এগিয়ে নিয়ে যাব, ওখানে মন্ত্রীর পদ আছে, তুমি আগামীকাল স্পিকার নির্বাচনের সময়, আমাদের সমর্থন করো পরিবর্তে আমরা তোমাকে মন্ত্রী করব… কাল আমরা আসন ফেলে দেব… আমি দলে রয়েছি স্যার…পার্টিতে আছো তো অনুপস্থিত হয়ে যাও না ……করোনা হয়ে গিয়েছিল… ঠিক আছে স্পিকার আমাদের হবে, তারপরে আমরা দেখে নিতে পারবো না ……স্যার পার্টিতে আছি, দেখছি, চিন্তাভাবনা করছি… অনুপস্থিত হয়ে যাও না, অনুপস্থিত হয়ে যাও তুমি পাসওয়ান জী… ঠিক আছে আমরা কথা বলব…অনুপস্থিত হয়ে যাও।”
প্রসঙ্গত, আজ বিহার বিধানসভার অধ্যক্ষ পদের জন্য নির্বাচন হতে চলেছে। ওই নির্বাচনেই এনডিএর বিধায়ক ললন পাসোয়ানকে দলের বিরুদ্ধে গিয়ে মহাজোটকে সমর্থনের জন্য মন্ত্রী পদের প্রলোভন দেখাচ্ছেন লালু প্রসাদ যাদব। যদিও এই অডিও ক্লিপটির সত্যতা এখনো যাচাই হয়নি। তবে,বলাবাহুল্য যে এই অডিও ক্লিপটি প্রকাশ্যে আসার পর বিহারের রাজ্য রাজনীতিতে ফের নতুন করে আলোড়ন তৈরি হয়েছে।