HighlightNewsরাজ্য

সুরাপ হোসেনের ঘটনা ও প্রতিবাদকারীদের পুলিশি গ্রেপ্তারের তীব্র নিন্দা জানালো ওয়েলফেয়ার পার্টি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ সুরাপ হোসেন ও তার পরিবারের সদস্যগণ গত ৬ই আগস্ট পুলিশের পোশাকে না থাকা সোনারপুর থানার পুলিশ অফিসার সোমনাথ বাবুর নেতৃত্বে কয়েকজন পুলিশকর্মী দ্বারা নির্মম ভাবে অত্যাচারের শিকার হন। কিন্তু অবাক করার বিষয় হল সুরাপ হোসেনের পরিবারের উপরই অনেকগুলি জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুর থানা এলাকার বেনিয়া বউ গ্রামের বাসিন্দা সুরাপ হোসেন। তিনি অশোকনগর থানার বিড়া পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশকর্মী। এই মুহূর্তে সুরাপ হোসেনের স্ত্রী তানিয়া বেগম গত ৮ই আগস্ট জামিনে মুক্তি পেলেও সুরাপ হোসেনসহ তাঁর তিন ভাই জেলবন্দী । পুলিশের হাতেই একজন পুলিশকর্মীসহ তাঁর পরিবারের সদস্যদের এহেন আকস্মিক নির্মম অত্যাচারের ঘটনা রাজ্যের পুলিশ-প্রশাসনের ভাবমূর্তিকে দারুন ভাবে ম্লান করেছে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং কোনও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী করে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দাবি করে, “কোন অজ্ঞাত কারণে আসামী নন এমন একজন পুলিশকর্মী ও তাঁর পরিবারের নিরপরাধ সদস্যগণ পুলিশের পোশাকে না থাকা একদল পুলিশের দ্বারা দিনের আলোয় গণপিটুনি ও চরম নির্যাতনের শিকার হল তা এখন রাজ্যবাসীর কাছে স্পষ্ট হওয়া দরকার।” ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া-র পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন,”পশ্চিমবঙ্গ তো উত্তরপ্রদেশ কিংবা গুজরাট নয়। কিন্তু, খুবই পরিতাপের বিষয় যে, বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রীও, তাঁর আমলে পুলিশ-প্রশাসনের এই ভূমিকায় আপামর বঙ্গবাসী খুবই হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত। এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরী এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া বাঞ্ছনীয়।” সুরাপ হোসেন ও তাঁর পরিবারের পক্ষে ন্যায়বিচার চেয়ে বিভিন্ন গণসংগঠনের ডাকে আলিপুর ডি.এম. অফিসে ডেপুটেশন দেওয়ার উদ্যেশ্যে হাজরা মোড়ে যখন গণসংগঠনের নেতৃত্বগণ জমায়েত করেন তখন কোলকাতা পুলিশ তাঁদের গ্রেপ্তার করেন এবং কয়েকজন পুলিশের হাতে নিগৃহীতও হন। এ প্রসঙ্গে সারওয়ার হাসান বলেন, “আমরা পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা জানাই। মাননীয়া মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার বিনীত আবেদন রাখছি এবং পুলিশকর্মী সুরাপ হোসেনের উপর ন্যাক্কারজনক নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবী জানাচ্ছি।” উল্লেখ্য যে, শেষ পাওয়া খবর অনুযায়ী বিভিন্ন সংগঠনের গ্রেপ্তার হওয়া নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: