HighlightNewsরাজ্য

সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করতে ‘অধিকার যাত্রা’ ওয়েলফেয়ার পার্টির 

রাকিবুল মালিথ্যা, টিডিএন বাংলা, করিমপুর: রাজ্য জুড়ে অধিকার যাত্রা শুরু করেছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা। সোমবার সেই যাত্রা দুপুরে পৌঁছায় করিমপুর। যাত্রাকে স্বাগত জানায় জেলার মানুষ। নতিডাঙ্গা থেকে শুরু হয় মিছিল। শিক্ষা, চাকরি, স্বাস্থ্য সহ একাধিক দাবীতে ওঠে শ্লোগান। পুরুষ- মহিলা ছাড়াও ছাত্র যুবদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে গমাখালিতে সভা হয়। মৌলিক ইস্যু থেকে নজর ঘোরাতে কিছু দল ধর্মীয় রাজনীতি করছে বলে অভিযোগ করেন দলটির রাজ্য সহ সভাপতি মির্জা নূরুল হাসান। চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবী তোলেন শ্রমিক সংগঠন ফিটুর রাজ্য সম্পাদক মাহিনুর জামান। উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ সভাপতি আব্দুন নঈম, রাজ্য সম্পাদক মামুন আক্তার, ফ্রাটারনিটি মুভমেন্টের রাজ্য সম্পাদক ইসমাইল মোল্লা, জেলা সম্পাদক শাহাবুদ্দিন মন্ডল, ব্লক সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।

১৯ জানুয়ারিতে দীঘা থেকে এই যাত্রা শুরু করা হয় এবং সোমবার সেটি করিমপুরে এসে পৌঁছেছে। ২৯ জানুয়ারিতে পদযাত্রা দার্জিলিং-এ গিয়ে শেষ হবে বলে জানা গিয়েছে।

ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মূল দাবি হচ্ছে, দেশের সাধারণ জনগণ তারা তাদের যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে তা ফিরিয়ে দেওয়া হোক। রাজ্য জুড়ে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের যে পাওনা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে তা তাদের ফিরিয়ে দেওয়া হোক। দেশের কৃষক থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী সহ যাদের সরকারি যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তাদেরকে যেন সে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়।

এদিন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার বিশেষ ব্যক্তিরা বক্তব্য দিতে গিয়ে বলেন যে, এদেশের সংবিধান অনুযায়ী সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে কিন্তু শাসকদল সেই আইন মানছে না। অল্প কিছু মানুষকে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং বিশাল সংখ্যক জনগণকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আরো বলেন যোগ্যদের তাদের যোগ্য চাকরি না দিয়ে সেই চাকরি অযোগ্যদের বিক্রি করা হয়েছে। যে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হয়নি তাদেরকে তাদের সেই চাকরি নিশ্চিত করতে হবে।

Related Articles

Back to top button
error: