নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: মদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আজ থেকে ১০ বছর আগে ঠিক এই দিনেই ১১ নভেম্বর সমাজ বিরোধীদের আক্রমণে শহীদ হয়ে ছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা হাজী আক্তার হোসেন। তারই স্মরণে সাংবাদিক সম্মেলন করে এই ১১ নভেম্বর দিনটাকে শহীদ দিবস হিসাবে পালন করার ডাক দিল ওয়েলফেয়ার পার্টির ভাঙড় ব্লক।
মদ বিরোধী আন্দোলন করতে গিয়ে ২০১৩ সালের ১১ ই নভেম্বর শহীদ হয়েছিলেন হাজী আখতার হোসেন। তিনি ছিলেন পার্টির সক্রিয় সদস্য ও মুর্শিদাবাদ জেলার পার্টির কোষাধ্যক্ষ। তিনি নিজ এলাকায় মদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন বলিষ্ঠ আন্দোলন। আর সেটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। ১১ ই নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে তিনি নির্মমভাবে নিহত হন। তাই দলটি প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে থাকে।
তারই ধারাবাহিকতার অংশ হিসেবে এদিন ভাঙ্গড়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ওয়েলফার পার্টি। যেখান থেকে রাজ্যে মদকে অবিলম্বে বন্ধ করার জন্য জোরালো দাবি জানানো হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা, সম্পাদক আব্দুল ওহিদ মোল্লা, ফ্র্যাটারনিটি মুভমেন্টের রাজ্য সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লা ও পি.আর মিডিয়া ইনচার্জ বুরহান উদ্দিন।
উল্লেখ্য যে, ওয়েলফেয়ার পার্টি তার প্রতিষ্টা লগ্ন থেকেই রাজ্য তথা দেশ জুড়ে মদ, জুয়া, লটারি, সুদের বিরুদ্ধে তীব্র আন্দোলন চালিয়ে আসছে। তারা এগুলিকে সামাজিক ব্যাধি আখ্যা দিয়ে অবিলম্বে মদ, জুয়া, লটারি, সুদ বন্ধ করার দাবি জানিয়ে আসছে।