HighlightNewsরাজ্য

কেকের অনুষ্ঠানের এত টাকা এল কোথা থেকে? সৌগতের প্রশ্নে অসস্তিতে দল

টিডিএন বাংলা ডেস্ক: ৩১ মে কলকাতার গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরপরই মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় কেকের। যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এবার সেই প্রসঙ্গ টেনে কার্যত দলকেই বিপদে ফেললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শনিবার বরাহনগরে তৃণমূল ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, কেকের অনুষ্ঠানে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ। এত টাকা এল কোথা থেকে? তার ভাষায়, ‘কেকে গান গাইতে এসে মারা গেলেন। শুনলাম, অনুষ্ঠান আয়োজনে ৩০ লক্ষ না ৫০ লক্ষ কত যেন লেগেছে। আমি শুধু ভাবি এত টাকা এল কোথা থেকে! টাকা তো আর হাওয়ায় আসে না।’

তিনি আরও বলেন, ‘এই রকম প্রচণ্ড খরচ করে বম্বে থেকে শিল্পী আনার কি খুব দরকার ছিল? এত টাকা দিয়ে এ সব করতে গেলে কারও না কারও কাছে সারেন্ডার করতে হয়। এলাকার মস্তান নয় তো প্রোমোটারের কাছে। প্রথমেই যদি সারেন্ডার করো, তা হলে বাকি জীবন লড়াই করবে কী করে?’ এরপরই তিনি অনুষ্ঠান পরিচালনার পূর্ব অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা বরাহনগর মেলা করতাম। সেই মেলার জন্য বাইরে থেকে শিল্পী আনা হত। পরে অপর্ণা আমায় বলল, দাদা যা খরচ দাঁড়াচ্ছে তাতে ভদ্র ভাবে, ভালো ভাবে টাকা জোগাড় করা মুশকিল। তাই বরাহনগর উত্‍সব বন্ধ করে দিলাম।’

সৌগতের এই প্রশ্নকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা। এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘সৌগতবাবু যা বলেছেন একদম ঠিক কথা। কেকের মৃত্যুর পর এই কথাটাই বলেছিলাম। কলেজের ইউনিয়ন বলে তো কিছু নেই। তাহলে ইউনিয়নের নামে টাকা দেওয়ার ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ কী করে করল? এটা কি অনুপ্রেরণা? না কি এটা কলেজকে সামনে রেখে তোলাবাজি, না কি এটা বাইরের তোলাবাজ, তাঁদের কাছে সারেন্ডার করা? আজকে সৌগতবাবু বলাতে ভাল লাগছে।’

Related Articles

Back to top button
error: