HighlightNewsখেলা

আইপিএল বিজয়ে ধোনিদের অভিনন্দন জানালেও কটাক্ষের সুর সাক্ষীর টুইটে   

টিডিএন বাংলা ডেস্ক: আইপিএলে ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিজয়ী হওয়ার কারণে ধোনিদের প্রশংসা করে অভিনন্দন জানালেও অনেকটা কটাক্ষের সুর শোনা গেল আন্দোলনরত ভারতের হয়ে অসংখ্য অলিম্পিক পদকজয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী মালিকের টুইটে। এদিন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি ও তার দল চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের উদ্দেশ্য করে অভিবাদন জানিয়ে এক টুইট বার্তায় সাক্ষী মালিক লেখেন, “মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংসকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দেশের হাতেগোনা কয়েকজন খেলোয়াড় যে এখনও সম্মান এবং ভালোবাসা পাচ্ছেন, সেটা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। তবে সুবিচারের আশায় আমাদের এই লড়াই জারি থাকবে।”

উল্লেখ্য যে, দীর্ঘদিন হয়ে গিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ তুলে তার অপসারণ ও গ্ৰেফতারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাক্ষীর মতো বেশ কিছু আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে পদক জয়ী মহিলা কুস্তিগিররা। কিন্তু এখনও পর্যন্ত তাদের দাবি তো মানাই হয়নি উল্টে তাদের উপর একাধিক বার চড়াও হয়েছে দিল্লি পুলিশ। অন্যদিকে তাদের সঙ্গ দিয়েছেন তাদের পক্ষে সরব হয়েছেন দেশ বিদেশের বিভিন্ন খেলোয়াররা। কিন্তু কোনো ক্রিকেটার এই পর্যন্ত তাদের হয়ে কথা বলেনি। ক্রিকেটারদের এই নিরবতার সমালোচনা করেছেন আন্দোলনকারী কুস্তিগিররা।

Related Articles

Back to top button
error: