HighlightNewsরাজ্য

নদী পারাপার করতে গিয়ে নৌকা থেকে জলে তলিয়ে গেল চারচাকার গাড়ি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : মুর্শিদাবাদের বহরমপুরে ভাগীরথী নদী পারাপার করতে গিয়ে নৌকা থেকে পিছলে পড়ে জলে তলিয়ে গেল একটি চারচাকার গাড়ি। জানা গিয়েছে এই গাড়িতে একজন রোগীও ছিল। এই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন সেই রোগী। এদিন দুপুরে শক্তিপুর ফেরিঘাটে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শিদের বয়ান, বেলডাঙ্গা ব্লক-২ এর শক্তিপুর ফেরী ঘাটে নৌকায় ওঠার সময় নৌকার সামনের দিকে থাকা গাড়িটি জলে পড়ে যায়। গাড়িতে একজন রোগী সহ চালক ছিল। চালক কোনরকমে বেড়িয়ে পালিয়ে আসলেও রোগী নিখোঁজ ছিলেন। শুরু হয় তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছায় শক্তিপুর ও রেজিনগর থানার পুলিশ। যদিও পরে নিখোঁজ রোগীর সারথি মণ্ডল(৬০)কে উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, এদিন রেজিনগর থেকে শক্তিপুরের দিকে যাচ্ছিল গাড়িটি। তাতে ছিলেন গৌরীপুরের বাসিন্দা সারথি মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যরা। গাড়িটি নদী পার করার জন্য রেজিনগর ফেরি ঘাটে নৌকোয় তোলার সময় ঘটে দুর্ঘটনা। আচমকাই রোগী-সহ গাড়িটি পড়ে যায় গঙ্গায়। সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও দুই যাত্রী কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে সাঁতরে পাড়ে ওঠেন। কিন্তু বৃদ্ধ সারথি মণ্ডলের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি বের হতে পারেননি। বিষয়টি নজরে আসতেই শুরু হয় উদ্ধার কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় সারথি মণ্ডলকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Related Articles

Back to top button
error: