Highlightদেশ

আরিয়ান খানের সঙ্গে সেলফিতে কে? লুকআউট নোটিশ জারি করল পুনে পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক : বাদশা পুত্র আরিয়ানকে গ্রেফতারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি সেলফি। সেলফিতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন আরিয়ান। আর সেলফিটি নিয়েছেন একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। প্রথমে জানা যায়, এই ব্যক্তি এনসিবি’র আধিকারিক। যা নিয়ে শুরু হয় সমালোচনা। এরইমধ্যে এনসিবি বিবৃতি দিয়ে জানায়, ওই ব্যক্তির সঙ্গে এনসিবি’র কোনও সম্পর্ক নেই। বুধবার ওই ব্যক্তির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল পুনে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম কিরণ পি গোসাভি। মুম্বইয়ের ওই পার্টিতে এনসিবি যখন হানা দেয়, তখন উপস্থিত ছিলেন এই কিরণ। এনসিবি তাকে নিরপেক্ষ সাক্ষী হিসেবে ধরে রেখেছিলেন। আরিয়ানের মামলায় সাক্ষী হিসেবে মোট ৯ জনের নাম জানিয়েছিল এনসিবি। তাদের মধ্যে একজন ছিলেন কিরণ।

মহারাষ্ট্রের পুনে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি পলাতক। দেশ ছেড়ে যাতে পালাতে না পারে, সেই কারণেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ২০১৮ সালে একটি প্রতারণার মামলা হয়েছিল। তাতে নাম জড়ায় কিরণের। তার বিরুদ্ধে ফরাসখানা থানায় অভিযোগ দায়ের হয়। বিজেপি কর্মী বলে পরিচিত কিরণ টাকার বিনিময় মানুষকে মালয়েশিয়াতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলে অভিযোগ। অভিযোগ, চাকরি হয়নি। এমনকি টাকাও ফেরত দেয়নি কিরণ। সেই মামলার সূত্র ধরেই লুক আউট নোটিশ জারি করা হয় কিরণ-এর বিরুদ্ধে।

Related Articles

Back to top button
error: